মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেলুয়া ইউনিয়নের বারাচর গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূল প্রচারণা

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তিনবারের সফল সংসদ সদস্য জননেতা মোঃ মাহমুদুল হক রুবেল এর পক্ষে তৃণমূলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ মঙ্গলবার ভেলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারাচর গ্রামে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালান। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতারা জানান, দীর্ঘদিন ধরে জননেতা রুবেল এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যখাত ও সমগ্র উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তার ধারাবাহিকতা রক্ষায় জনগণ তাকে আবারও সংসদে দেখতে চায়। প্রচারণায় তার অতীত উন্নয়ন কর্মকাণ্ড, এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক এবং তরুণদের প্রতি তার সহযোগিতার কথা ভোটারদের সামনে তুলে ধরা হয়।

এদিকে শ্রমিকদল ও স্থানীয় সমর্থকরা অভিযোগ করেন, বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা সমাধানে একটি কার্যকর জননেতা প্রয়োজন, আর সেই জায়গায় মোঃ মাহমুদুল হক রুবেলই সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। প্রচারণায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, পথসভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আয়োজন করা হয়।

এলাকাবাসীর অনেকে বলেন, তৃণমূলে এবার নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন পর্যন্ত ধানের শীষের পক্ষে এই প্রচারণা অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়