উলিপুরে সমমনা ৮ ইসলামী দলের স্বাগত মিছিল
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে মহারানী স্বর্ণময়ী স্কুল ও কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সমাবেশে রূপ নেয়।
মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির হাজারো নেতা–কর্মী অংশ গ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহফুজুর রহমান।বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, উক্ত আদেশের ওপর গণভোট ও পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ দাবির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করতেই আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করা জরুরি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।