বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় গহরায়রা হাফিজিয়া মহিলা মাদরাসায় ২১ জন ছাত্রীকে পবিত্র কুরআনের সবক প্রদান

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গহরায়রা হাফিজিয়া মহিলা মাদরাসায় ২১ জন ছাত্রীকে পবিত্র কুরআন মাজিদ সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে (৩০ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কতুব উদ্দীন ফরিদী, মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতী সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শামীম আনছারী, চাঁদড়া তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ এবং হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গহরায়রা হাফিজিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর(অপসারণ কৃত) মো: হারুন অর রশিদ, ধলাইরচর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম মিয়া, আলফাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা ক্যাবের সভাপতি  সাংবাদিক কবির হোসেন সহএলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মোঃ মোজাম্মেল হক বলেন, পবিত্র কুরআন শিক্ষা মানবজীবনের জন্য সর্বোত্তম দিশা। যারা ছোটবেলা থেকেই কুরআন শিক্ষায় মনোনিবেশ করে, তারা নৈতিকতা, মানবিকতা ও জীবনবোধে আরও সমৃদ্ধ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়মিত যেভাবে ছাত্রীদের মানসম্মত শিক্ষা দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু নাঈম বলেন, আমাদের ছাত্রীদের দিয়ে আজ যে অর্জন হয়েছে, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। ছাত্রীদেরকে নৈতিকতা, ধর্মীয় জ্ঞান ও সমাজে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা আরও যত্নসহকারে কুরআন শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে চাই।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়