শেরপুরে সেনাবাহিনীর প্রস্তাবিত আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন
মো: শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের পূর্বপাশে ভীমগঞ্জ–সোলারচর গ্রামের মধ্যবর্তী সড়কসংলগ্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের সম্ভাবনা জোরদার হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য ভূমি পরিদর্শনে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল। স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল নির্মাণের উপযোগিতা, যোগাযোগব্যবস্থা, জমির অবস্থান ও পরিবেশগত দিক বিবেচনায় এই স্থানের সম্ভাবনা যাচাই করছে সেনাবাহিনী। পর্যবেক্ষক দলটি প্রস্তাবিত এলাকাটি ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়ন–সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।
এলাকায় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হলে শেরপুরসহ আশপাশের জেলাগুলোর চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। সম্ভাব্য প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসা, আধুনিক অবকাঠামো এবং শিক্ষার সুযোগ বাড়বে উল্লেখযোগ্যভাবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সেনাবাহিনীর পর্যবেক্ষক দলের পরিদর্শনকে বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে এলাকাবাসী।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।