বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোহিতকে সরিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ড্যারিল মিচেল

সংবাদের আলো ডেস্ক: রোহিত শর্মাকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলো কিউই ব্যাটসমান ড্যারিল মিচেল। ৪৬ বছর পর এই কৃতিত্ব দেখালো কিউই কোনো ব্যাটার।

আজ বুধবার (১৯ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিং আপডেট করে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

সেখানে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১ম স্থান অর্জন করেন মিচেল। চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান এই কিউই ব্যাটার।

অপরদিকে, এক ধাপ নেমে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। একইভাবে এক ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন আফগান ব্যাটার ইব্রাহিন জাদরান।

১৯৭৯ সালে প্রথম কিউই ব্যাটার হিসেবে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গ্লেন টার্নার। ৪৬ বছর দ্বিতীয় কিউই ব্যাটার হিসেবে ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন মিচেল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়