সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম
সংবাদের আলো ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য দেন তিনি।
মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার ভূমিকার কারণেই এখনো কেউ বড় ধরনের সংঘাতে জড়াচ্ছে না। কিন্তু সবাই যেন অপেক্ষায় আছে, কবে সেই সুযোগ আসবে।’
রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সরকার বদলালেই মসজিদের ইমাম বদলে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও বদলে যায়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এখন নিত্যনৈমিত্তিক বিষয়।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলের ইসলামের ইতিহাস না পড়ে কেউ কেউ ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতে চায়। কেউ সুন্নিদের, কেউ কওমিদের ব্যবহার করেছে। কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ করার চিন্তা কেউ করেনি।’
সম্প্রতি মাজারে হামলার প্রসঙ্গে তিনি জানান, ‘ঘটনার পর জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনাগুলো সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে।’


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।