ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
সংবাদের আলো ডেস্ক: ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে কি না সেই প্রশ্নই ঘুরছিল ভারতীয় ক্রিকেটে। কিন্তু সিডনির মঞ্চে রোহিত দিলেন সোজাসাপ্টা জবাব।
শনিবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে দলকে ৯ উইকেটের স্বস্তির জয় এনে দিলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের হাত থেকে দলকে বাঁচানোর পাশাপাশি অধিনায়ক শুবমান গিলকেও দিলেন অধিনায়কত্বে প্রথম জয়ের স্বাদ।
ওপেনিংয়ে নেমে রোহিত ১২১ রানে অপরাজিত থাকেন। ১৩ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটিতে ছিল পুরনো দিনের রোহিতের ছোঁয়া। যেন সমালোচনাকারীদের বুঝিয়ে দিলেন আমার উচ্ছ্বাস ব্যাটেই প্রকাশ পেয়েছে।
রোহিতের সঙ্গে ছিলেন ‘রান মেশিন’ বিরাট কোহলি। টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়া কোহলি আজ ফিরেছেন নিজ ছন্দে। আগের দুই ম্যাচে কোনো রান না পাওয়া কোহলি আজ খেলেছেন ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস।
এর আগে অস্ট্রেলিয়া ২৩৭ রানে গুটিয়ে যায় হারশিত রানা ও ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হন রানা।
অস্ট্রেলিয়ার ইনিংসে মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯) শুরুটা ভালো করলেও মাঝের দিকে ব্যাটিং ধসে পড়ে। ম্যাট রেনশর ৫৬ রানের ইনিংস খেললেও তা দলের পরাজয় ঠেকাতে পারেনি।
রোহিতের এই সেঞ্চুরি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম। আগের ম্যাচে ৭৩ রানে থেমেছিলেন; আজ সেই আক্ষেপ মিটিয়েছেন পরিপূর্ণভাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।