আমার কোনো অনুশোচনা নেই: সাকিব


সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাবেক এই বিশ্বসেরা অল রাউন্ডার।
গত বছরের জুলাই–আগস্টে দেশে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসেননি সাকিব। সরকার পতনের সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে সহিংসতা আর দমন–পীড়নের খবর ছড়ালেও সাকিবের নীরব অবস্থান নিয়ে সমালোচনা কম হয়নি। তাছাড়া ঐ সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তার তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিছুদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি সাকিবকে আর জাতীয় দলে খেলতে দেবেন না। উপদেষ্টা তাকে ‘স্বৈরাচারের সহযোগী’ বলে অবিহিত করেন।
তবে মাঠের ক্রিকেটে একেবারে থেমে যাননি সাকিব। দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন তিনি—ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কানাডা গ্লোবাল টি–টোয়েন্টি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট পর্যন্ত। সম্প্রতি আটলান্টা ফায়ারের হয়ে শিরোপাও জিতেছেন।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল। আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।’
ক্রিকবাজকে দেওয়া ঐ সাক্ষাৎকারে নিজের অবসরের বিষয়েও খেলামেলা কথা বলেছেন সাকিব। এ নিয়ে বিষয়ে তিনি বলেন, ‘না, সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই অফিসিয়ালি অবসর নিইনি।’
মিরপুরের হোম অব ক্রিকেটে ক্যারিয়ারের ইতি ঘোষণার ইচ্ছা প্রকাশ করে সাকিব বলেন, ‘হ্যাঁ, ১০০%। এটা হয়তো আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার ও আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।