বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই যোদ্ধা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিকুল ইসলাম শাওনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে কলেজের সকল শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বলেন- শাওন জুলাই আন্দোলনের একজন যোদ্ধা।

শুধু শাওন নয়, আরও কয়েকজন ছাত্রদল নেতার উপর হামলা করা হয়েছে। যারা তাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলাইমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, নিকরাইল ইউনিয়ন ছাত্রদল নেতা মুরাদ ফকির, কলেজ শাখা ছাত্রদল নেতা আলামিন, নাঈমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে ভূঞাপুর পৌর শহরের থানা মোড় এলাকায় দুর্বৃত্তের হাতে জুলাই যোদ্ধা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওনসহ আরও কয়েকজন হামলা ও মারধরের শিকার হন। বর্তমানে শাওনসহ আহত অন্যান্যরা টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়