হেলমেট পরার বিকল্প নেই, রাজারহাটে নিরাপদ সড়ক দিবসে আলোচনায় জোর


রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’ পালিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা শেষে পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, যানচলাচলের নিয়ম-কানুন মেনে চলাসহ নানা বিষয়ের ওপর জোর দেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, “শুধু হেলমেট কিনলেই হবে না, সেটি হতে হবে আইএসআই মার্কসহ মানসম্মত। এছাড়া গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখাটা জরুরি।
অসচেতনতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ।” রাজারহাট থানার ওসি মো. নাজমুল আলম তার বক্তব্যে বলেন, “সড়ক ব্যবহারকারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। যাত্রী ও পথচারীদের সচেতনতা দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: গোলাম রসুল রাখি দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বলেন, “দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা কীভাবে দিতে হবে, সে বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করতে হবে।
এতে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।” উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী যানবাহনের শব্দদূষণ ও জীবজন্তু পরিবহনের নিরাপত্তার দিকটি উল্লেখ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী কৃষিজাত পণ্য পরিবহনের সময় গাড়ির গতি সীমিত রাখার পরামর্শ দেন। মটর শ্রমিক সমিতির সভাপতি নাজমুল হোসেন বলেন, “চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ক্লান্ত হয়ে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক।
আমাদের সমিতি থেকে চালকদের নিয়মিত সচেতন করা হচ্ছে।” রাজারহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি বলেন, সড়ক নিরাপত্তা ইস্যুতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আবু তাহের, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মনজুরুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।
এছাড়াও, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, বনিক সমিতির সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক রাজ ও মটর শ্রমিক সমিতির কোষাধক্ষ্য ইয়াছিন আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সমাপনীতে সভাপতি সবাইকে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা নিজ নিজ অবস্থান থেকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।