সাটুরিয়ায় রেকর্ড সংখ্যক কৃষককে বিশেষ কৃষি প্রণোদনা


মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় আসন্ন রবি মৌসুম এবং আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যে প্রায় ৪,৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাটুরিয়ায় সরিষার আবাদ বাড়াতে এবার এই ফসলের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৩,৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়। এই বরাদ্দ এক বিঘা জমির জন্য নির্ধারণ করা হয়েছে।
সরিষা ছাড়াও অন্যান্য ফসলের চাষেও উৎসাহিত করা হয়েছে। এর মধ্যে ৫০ জন কৃষককে গম বীজ, ২৫ জনকে সূর্যমুখী বীজ এবং ৩০ জনকে পেঁয়াজ বীজ দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলাটি সবজি উৎপাদনের জন্য সুপরিচিত হওয়ায় আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহ দিতে আরও ৫৫০ জন কৃষককে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। এই প্রণোদনায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, শসা, মূলা, মিষ্টি কুমড়া, ধনে ও লালশাকের বীজ।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবসসুম জানান, রবি মৌসুমে সরিষা চাষের পাশাপাশি সবজি আবাদের ওপরও জোর দেওয়া হয়েছে। এ বছর সাটুরিয়ায় মোট ১,২৩৫ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৯৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, কৃষকদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের।
বিতরণ অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।