রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈশ্বরদীতে মধ্যরাতে বাস উল্টে আহত ১৬ ‎

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ‎ ‎শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ্ আলী পরিবহনের একটি বাস উপজেলার চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আটকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রুপপুর গ্রীন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, চাঁদ আলী মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছে, তবে এতে কেউ নিহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে পড়ে থাকা কাদা-মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়