ভরাডুবি ফলাফলের মাঝেও আলো ছড়াল বৃষ্টির একমাত্র জিপিএ–৫


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় আশানুরূপ ফল না করেও নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজে সবার মুখে এখন এক নাম-মনিরা জান্নাত বৃষ্টি। পুরো কলেজে যেখানে পাশের হার মাত্র ৩৭ দশমিক ৫৩ শতাংশ, সেখানে একমাত্র জিপিএ–৫ অর্জন করে অনন্য নজির গড়েছেন সে। খারাপ ফলাফলের হতাশার মাঝেও বৃষ্টির এই সাফল্য এলাকায় এনে দিয়েছে আনন্দের বার্তা।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশ নেন বৃষ্টি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জানা যায়, সে একমাত্র শিক্ষার্থী যিনি জিপিএ–৫ পেয়েছেন।
২০২৩ সালে পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৪.৭২ পেয়ে উত্তীর্ণ হন বৃষ্টি। বৃষ্টি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের মিজানুর রহমান ও শিউলি আক্তার দম্পতির বড় মেয়ে।
বৃষ্টির বাবা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমার তিন মেয়ে। তারা সবাই খুব মেধাবী। বৃষ্টি আমার বড় মেয়ে। তার এমন সাফল্যে আমরা গর্বিত।’
মনিরা জান্নাত বৃষ্টি জানান, ‘আমার জিপিএ–৫ পাওয়ার পেছনে বাবা–মায়ের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে মা সব সময় পড়ালেখায় আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়া।’
পূর্বধলা সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ৩৭০ জন। একসময় যেখানকার ফলাফল ছিল প্রশংসনীয়, এবার তা আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে এই ব্যর্থতার মাঝেও মনিরা জান্নাত বৃষ্টির সাফল্য কলেজের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে তৈরি করেছে গর্ব ও নতুন অনুপ্রেরণা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।