শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধবপুর পৌরবাজারে চরম যানজট: রাস্তাজুড়ে দোকান-অটোর দখলে, জনদুর্ভোগ চরমে

মাধবপুর প্রতিনিধি: ‎সরকার বদলায়, ইউএনও ও ওসির পরিবর্তন হয়—তবুও যানজটের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাজারে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌরবাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী।

‎সরেজমিনে দেখা যায়, পৌরসভার হাইওয়ে সংলগ্ন ফুলপট্টি রোড থেকে বিউটি হোটেল হয়ে সোনালী ব্যাংক ও কাচাবাজার পর্যন্ত চারদিকে সর্বক্ষণই যানজট লেগে থাকে। ফুটপাথ ও রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান। এসব দোকানের নেই ট্রেড লাইসেন্স কিংবা কোন অনুমোদন। রাস্তার মাঝে রাখা ভ্যানগাড়ি, টমটম ও অটোরিকশার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

‎স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালে আসা রোগীরা যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন। বাজার কমিটি নামমাত্র একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করলেও তাতে কোনো সুফল মিলছে না। ‎স্থানীয় সংগঠক আনোয়ার হোসেন বিল্লাল বলেন, ‎“যানজটের কারণে আমরা দেয়ালে ঠেকে গেছি। ওসির কার্যকর উদ্যোগ দরকার। প্রশাসনের লোক দেখানো মোবাইল কোর্ট নয়—নিয়মিত তদারকি চাই। ‎বাজার এলাকার একাধিক দোকানদার অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করা দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে। এজন্যই তাদের উচ্ছেদ কার্যকর হচ্ছে না।

‎মাধবপুরের ইউএনও ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম বলেন, “বাজার কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে যাতে দিনের বেলা লোড-আনলোড না হয় এবং বাজারে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। ফুটপাথ দখলকারীদের তালিকা তৈরি হচ্ছে, প্রয়োজনে জরিমানা করা হবে। আশা করছি, এ সপ্তাহেই উন্নতি দেখা যাবে।”

‎মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্লাহ বলেন, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ইউএনও অফিসের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।” তবে অবৈধ দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

‎মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ দোকান উচ্ছেদ ও বিকল্প স্থান নির্ধারণের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। পরিচ্ছন্ন বাজার শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও দায়িত্ব। ‎এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, “আমি নিজেও মাধবপুরে যানজটে একবার আটকে পড়েছিলাম। উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।”

‎স্থানীয়রা বলছেন, সরকারের পরিবর্তন হলেও মাধবপুর পৌরবাজারের যানজট যেন এক চিরস্থায়ী সমস্যা। বারবার অভিযানে সাময়িক উন্নতি দেখা গেলেও স্থায়ী সমাধান মেলেনি। তাদের দাবি সিন্ডিকেট ভেঙে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করতে হবে। ক্রমাগত মোবাইল কোর্টের তদারকি রাখতে হবে। কেউ সেখানে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়