শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদকমুক্ত সমাজ গঠনে চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু 

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: ‘মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া হোক অনুপ্রেরণা’ এই স্লোগান নিয়ে পাবনার চাটমোহরে শুরু হলো তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা। 

এ সময় চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, ডাক্তার জিল্লুর রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব সহ অনেকে উপস্থিত ছিলেন। 

চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে চাটমোহর পৌর সদরের নয়টি ওয়ার্ডের নয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। খেলায় চার নম্বর ওয়ার্ড ৪-০ গোলে পাঁচ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে। 

চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ভার্চুয়াল জগত থেকে মাঠে ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চাটমোহর পৌর সদরে বসবাস করলেও একে অপরকে অনেকেই চেনেন না। তাই একে অপরকে চিনতে জানতে এবং পারস্পরিক সৌহার্দ্যবোধ জাগিয়ে তুলতে এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়