সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুষ্টিয়ার ভেড়ামারায় টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে ইঞ্জিনে থাকা আগ্নিনিবাপক যন্ত্র দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।  রবিবার বিকেল ৫ টা ২৫ মিনিটের সময়  রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ অভিমুখী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারার ১৮৯/০ থেকে ১৯০/০ পিলারের মাঝখান উত্তর রেলগেটে অতিক্রম কারার পরপরই ইঞ্জিনের কম্প্রেসারে হঠাৎ করে  আগুন ধরে যায়।   ইঞ্জিলে আগুন ধরার সঙ্গে সঙ্গে ট্রনের ড্রাইভার ইন্জিনে থাকা অগ্নিবাপক যন্ত্র দিয়ে আগুন নেভায়।  এসময ইঞ্জিনের ড্রাইভার রইস উদ্দিন সাংবাদিকদের জানান রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা আউট সিগন্যাল পার হয়ে এসে হঠাৎ করে ইঞ্জিনের কম্প্রেসারে আগুন  ধরে যায় এবং প্রচন্ড ধোয়া হয় ।

আগুন দেখে আমি ইঞ্জিনে থাকা অগ্নিবাপক  যন্ত্র দিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । তিনি বলেন ইন্জিল  সম্পন্ন বিকল হয়ে গেছে।  ভেড়াামারা স্টেশনের লোকো মাস্টার রাজিব কুমার বিশ্বাস বলেন, আগুনে পুড়ে  ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে গেছে। পরবর্তীতে ঈশ্বরদী থেকে নতুন ইঞ্জিন এসে টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টা ২০ মিনিটের সময় টুংগীপাড়া অভিমুখে রওনা হয়। এতে করে যাত্রী বা  অন্য কোন বগির  ক্ষয়ক্ষতি হয় নাই।  ভেড়ামারা ফাইভ স্টেশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান স্থানীয় লোকজন ট্রেনের ইঞ্জিনে আগুন ধরা দেখে আমাদেরকে সংবাদ দিলে সঙ্গে সঙ্গে আমরা  ঘটনাস্থলে পৌঁছাই এবং আসার আগ মুহূর্তেই ট্রেনের ড্রাইভার তার নিজস্ব ইঞ্জিনে থাকা অগ্নি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়