রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের দুই সন্ত্রাসী আটক


আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: রাঙামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় দুই সন্ত্রাসীকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সেনা রিজিয়ন সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযান চলাকালে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটককৃতরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড অ্যামুনিশন, একটি ওয়াকিটকি সেট, দুইটি মোবাইল ফোন এবং দুইটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।