ঢাকার আশুলিয়ায় সেনা অভিযান, গ্রেফতার ৩


স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় আর্মি ক্যাম্পের একটি সেনাদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্যাংয়ের ৩ সদস্য, মো. বিশাল (২০), পিতা শহিদুল; নাজমুল (২০), পিতা রইস উদ্দিন; ও শিপন (২১), পিতা আহসান হাবিব কে আটক করা হয়। তারা সবাই ঘোষবাগ এলাকার বাসিন্দা। অভিযান চলাকালে তাদের বাড়ি তল্লাশি করে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির নগদ ৩৬ হাজার ৭৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্র-আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রের অংশবিশেষ এবং দেশীয় বেশ কিছু অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আশুলিয়া থানায় যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।