সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

সংবাদের আলো ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে ভারতের রেড লাইনকে ওয়াশিংটনের সম্মান করতে হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (০৫ অক্টোবর) নয়াদিল্লিতে কৌটিল্য ইকোনমিক ফোরামের সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্কসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা এখনও বাণিজ্য সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে চূড়ন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমাদের ওপর কিছু পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে, যেটিকে প্রকাশ্যে বলা হয়েছে যে অন্যায্য। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের জন্য দ্বিতীয় শুল্ক আরোপ করা হয়।’

তিনি বলেন, ‘আমি বিষয়টিকে হালকা চালে বিবেচনা করছি না। তবে আমাদের উচিত বিষয়টিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হবে।’

জয়শঙ্কর বলেন, বৈশ্বিক পর্যায়ে সমস্যা ও সমস্যা রয়েছে এবং কেউ তা অস্বীকার করতে পারে না। তবে এসব বিষয় নিয়ে আলোচনা, আলোচনা ও সমাধান প্রয়োজন। ভারত সেটাই করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং শুল্ক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটি বাস্তব বিশ্বে কাজ করি এবং এই মুহূর্তে আমরা ৫০ শতাংশ শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। তাই এই ইস্যুতে যাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে।

জয়শঙ্কর বলেন, এই সংলাপের প্রয়োজন এই কারণে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বাজার, বিশ্বের একটি বড় অংশ এই চুক্তিতে পৌঁছেছে। তবে চুক্তির সময় এটা বোঝা উচিত যে নয়াদিল্লির রেড লাইনকে সম্মান করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়