ইসরায়েলি সেনারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে: মালয়েশিয়ার অধিকারকর্মী


সংবাদের আলো ডেস্ক: গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়ার পর জোরপূর্বক বহু অধিকারকর্মীকে গ্রেফতার করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ডিটেনশনে থাকা অবস্থায় মানবাধিকারকর্মীদের সাথে অমানবিক আচরণ করেছে আইডিএফ সেনারা বলে দাবি করেছে মালয়েশিয়ার অধিকারকর্মী হাযওয়ানি হেলমি।
এক বিবৃতিতে হাযওয়ানি হেলমি বলেন, আইডিএফ সেনারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে এবং আটককৃতদের খাবার, পরিষ্কার পানি ও ওষুধ দেয়া হয়নি।’
আমেরিকান অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম ঘটনা বর্ণনা করেছেন। এছাড়াও জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের প্রতি ইসরায়েলি বাহিনীর খারাপ আচরণের অভিযোগ করেছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারী বহু মানবাধিকারকর্মী।
তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তিনি দেখেছেন কীভাবে ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে ‘যন্ত্রণা দিয়েছে’। তাকে ‘টেনে হেঁচড়ে নেয়া হয়েছে’ এবং ‘ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করা হয়েছে’।
সূত্র: আল জাজিরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।