উলিপুরে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখ (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্গাপুর বাজার থেকে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গোড়াই রঘুরায় পাইকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখ সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে মোরসালিন শেখ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মোরসালিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।