বাড়িতে বৈদ্যুতিক কাজের সময় প্রাণ গেল গ্রামীণ ট্রাভেলস চালকের


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রবিউল ইসলাম (৪২) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে গ্রামীণ ট্রাভেলসের চালক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ঘরে ফ্যানের লাইন খুলে কাজ করছিলেন। অসাবধানতাবশত সেটি জানালার গ্রীলের কাছে রেখে দেন। পরে অজান্তে গ্রীলে হাত দিলে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজিম উদ্দীন বলেন, “নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসতর্কতায় রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি গ্রামীণ ট্রাভেলসের একজন অভিজ্ঞ চালক ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।