মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে ধর্ষণের প্রতিবন্ধি কিশোরী অন্তঃসত্তা, গ্রেফতার দুই

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক মাঝুখান এলাকায় পালাক্রমে ধর্ষণের ঘটনায় ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে এক প্রতিবন্ধি কিশোরী(১৪)। এ ঘটনায় শনিবার রাতে দুই ধর্ষককে গ্রেফতার করেছেন পুলিশ। ওই কিশোরীর পিতা বাদি হয়ে কালিয়াকৈর থানায় দুটি পৃথক র্ধষন মামলা করেন। ওই প্রতিবন্ধি কিশোরী স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মৌচাক মাঝুখান গ্রামের মৃত রবি তালুকদারের ছেলে লেয়াকত আলী(৪৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে নয়ন মিয়া(৩২)। পরে গ্রেফতারকৃতদের রোববার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায় গত ১৭ ই এপ্রিল স্কুলে যাওয়ার পথে ওই কিশোরীকে প্রতিবেশি লিয়াকত পাশের বনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এদিকে ওই ধর্ষণের ঘটনা জানতে পেড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল করে নয়ন মিয়া তাকে ধর্ষণ করেন। এদিকে একাদিকবার ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়লে শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন।

গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে হাসপাতালে নিলে বাবা মা জানতে পারেন মেয়েটি ৭ মাসের অন্তঃসত্তা। এদিকে দিন দিন কিশোরীর শারিরিক পরির্বতন দেখা দেয়। এদিকে এ ঘটনার কারন জানতে বাবা মা কিশোরীকে চাপ সৃষ্ঠি করলে এক পর্যায়ে লেয়াকত ও নয়ন মিলে ধর্ষনের কথা শিকার করেন। এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে কালিয়াকৈর থানায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগ দায়ের করলে। ওই অভিযোগের ভিত্তিতে দুইজন কে গ্রেফতার করেন পুলিশ।

কালিয়াকৈর থানার পরিদর্শক(অপারেশন) মো: যোবায়ের বলেন প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুইজন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে মেডিকেল পরিক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়