সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংবাদের আলো ডেস্ক: সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের কিশোররা।

তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর এক মিনিট পরেই দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে।

দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের কিশোররা সেমিফাইনালেও দেখিয়েছে গোছানো ফুটবল। দুই অর্ধে একটি করে গোল করে নিশ্চিত করে ফাইনালের টিকিট।

চূড়ান্ত লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়