‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’


সংবাদের আলো ডেস্ক: ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে ভারতের সম্পদ ও জনগণের শোষণ হয়েছে, একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে গেছে হিন্দু জনসংখ্যা।
মঙ্গলবার লখনৌতে রাজ্য পর্যায়ের এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ১১০০ খ্রিস্টাব্দে ভারতের হিন্দু জনসংখ্যা প্রায় ৬০ কোটি ছিল। আর দেশ স্বাধীনতা অর্জন করার সময়, অর্থাৎ ১৯৪৭ সালে, তা নেমে দাঁড়ায় প্রায় ৩০ কোটিতে।
যোগী আদিত্যনাথ প্রশ্ন তোলেন, “১১০০ সালের দিকে ভারতের হিন্দু জনসংখ্যা ছিল ৬০ কোটি। কিন্তু ১৯৪৭ সালে স্বাধীনতার সময় তা নেমে আসে মাত্র ৩০ কোটিতে। বলুন তো, ৮০০-৯০০ বছরে জনসংখ্যা বাড়া উচিত ছিল, নাকি কমা উচিত ছিল?”
তিনি বলেন, ভারতের সমৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন ছিল, সবই এই দেশে ছিল। তবু বিদেশি শাসকের বিভাজনমূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।
তার ভাষায়, “ভারতে কী ছিল না? সবই ছিল। কিন্তু জাতি, অঞ্চল, ভাষা ও নানা কারণে মানুষকে ভাগ করেছে কিছু লোক। আজও তারা একই বিদেশি মানসিকতা নিয়ে কাজ করছে। সমাজকে বিভক্ত করছে, বিভাজন তৈরি করছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে শুরু হওয়া স্বদেশি আন্দোলনের লক্ষ্য হলো ভারতীয় শ্রমিক ও যুবকদের শক্তিশালী করা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।