প্যারিসের সিটি হলের জানালায় টানানো হলো ফিলিস্তিনের পতাকা


সংবাদের আলো ডেস্ক: ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা টানানো হয় প্যারিসের সিটি হলের জানালায়। গতকাল (২২ সেপ্টেম্বর) প্যারিসের কয়েকজন নির্বাচিত প্রতিনিধি ও বিক্ষোভকারীরা এই পতাকা উত্তোলন করেন।
তবে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় আধা ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয় পতাকাটি। অন্যদিকে, সোমবার ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এই স্বীকৃতিকে স্বাগত জানাতে রাজধানীজুড়ে নানা আয়োজন দেখা যায়। এদিন প্রায় ৫০টি ফরাসি সিটি হলের কর্মকর্তা ফিলিস্তিনের পতাকার রঙের পোশাক পরেন।
সিটি কাউন্সিলর ও প্যারিস গ্রিন গ্রুপের সদস্য নুর ডুরান্ড-রাউচার বলেন, “আমরা গণহত্যার মুখোমুখি হচ্ছি। আর আমরা সেই লড়াইয়ের বিরুদ্ধেই লড়াই করছি।”
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।