দুর্গাপুরে সরকারি কর্মকর্তার ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডাকসু নির্বাচনের ছাত্রশিবিরকে শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্রদলের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টগুলো দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে আজ শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে আর সেই পোস্টগুলো পাওয়া যায়নি।
জানা গেছে, ছাত্রদল ও শিবিরের জিএসের ভোটের ফলাফল সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন কাছাকাছিও নাই। জরিপের সাথে মিল আছে। অভিনন্দন সত্য পথের পথিক। আরেকটি ফটোকার্ডে ভিপি প্রার্থীর ফলাফল প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন অভিনন্দন ও শুভ কামনা। সকল শুভ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশা রইল।
এই দুটি পোস্ট ঘিরেই তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পোস্ট করা হলে পরদিন বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সরকারি কর্মকর্তা এভাবে প্রকাশ্যে রাজনৈতিক পক্ষপাতমূলক পোস্ট দিতে পারেন কি না। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি চাকরির নিয়মনীতি ভঙ্গ করে সমাজসেবা অফিসার মাসুল তালুকদার রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করছেন।
পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু হুঁশিয়ারি দিয়ে বলেন, সমাজ সেবা অফিসারকে দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা আন্দোলনে নামবো।
সদস্য সচিব সম্রাট গণি বলেন, তিনি চাকরিরত অবস্থায় জামায়াতে ইসলামীকে প্রচার-প্রচারণা করছেন, যা এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। প্রশাসনকে অবিলম্বে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আশিকুল ইসলাম কমল বলেন, একজন ওসি ছাত্রদলকে শুভেচ্ছা জানানোর কারণে যদি প্রত্যাহার হতে হয়, তবে সমাজসেবা অফিসারকে কেন করা হচ্ছে না? আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইলে তিনি দাবি করেন, গত দুই দিন ধরে ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি লগইন করতে পারছেন না। বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।