আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ শিক্ষক শামিমা নাসরিনকে সম্মাননা


আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পর এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের প্রতি তার মমত্ববোধ এবং পাঠদানের প্রতি নিষ্ঠা সর্বজনস্বীকৃত। এই স্বীকৃতি পেয়ে শামিমা নাসরিন তার অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, আমি শিশুদের আনন্দে কাজ করি। আমার আপ্রাণ চেষ্টা থাকে, প্রতিটি শিশু যেন একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে।তিনি তার এই অর্জনের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন।
নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, শামিমা নাসরিন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক। তার শিক্ষাদান পদ্ধতি খুবই আকর্ষণীয় ও সৃজনশীল, যা শিশুদের শেখার আগ্রহকে বহু গুণে বাড়িয়ে তোলে।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শামিমা নাসরিনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের এই সম্মাননা অন্যদেরও অনুপ্রাণিত করবে।ই একই কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঔতিনি প্রমাণ করেছেন যে ভালো ফল শুধু সিলেবাস পড়িয়ে হয় না, এর জন্য শিশুদের মন বুঝতে পারা এবং তাদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় করে তোলা প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শামিমা নাসরিনের শিক্ষকতা জীবনের বিভিন্ন ডকুমেন্টস এবং তার অনন্য শিক্ষাদান পদ্ধতির ওপর ভিত্তি করে তাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমরা তার এই অর্জনে গর্বিত।
এই সম্মাননা শামিমা নাসরিনকে আরও বেশি উৎসাহের সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে। তার এই অর্জন আলফাডাঙ্গার শিক্ষক সমাজের জন্য গর্বের এবং ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।