বেলকুচিতে বাস, সিএনজি, অটোরিক্সা ও ভ্যানের স্ট্যান্ড নির্মানের দাবিতে মানববন্ধন


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের (সয়দাবাদ-এনায়েতপুর) আঞ্চলিক সড়কের ব্যস্ততম বেলকুচির মুকুন্দগাঁতীতে স্ট্যান্ড নির্মানের দাবিতে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি চত্বরে মানববন্ধনে শ্রমিক-মালিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলকুচি উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন মোহাম্মদ আছির উদ্দিন। সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মাসুদ। এসময় সিরাজগঞ্জ জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাও. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক শহীদ আমিন, সিরাজগঞ্জ জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও বেলকুচি উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাও. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পরিবহন সেক্টরে বিগত সময় চাঁদাবাজি করেছে হাসিনার পেটুয়াবাহীনি। এখনো সেটা কেউ চালু রাখলে ডাকসুর মত জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হবে। শ্রমিক ও যাত্রীদের সুবিধা চিন্তা করে জনগুরুত্বপূর্ন মুকুন্দগাতি এলাকায় সকল পরিবহনের জন্য স্ট্যান্ড নির্মান করতে হবে। এতে যানযট কমে যাবে।
ভোগান্তি দূর হবে। আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ড নির্মানের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেয়া হবে। পরে শ্রমিক নেতা ও সাধারন জনতাকে সাথে নিয়ে বেলকুচির মুকুন্দগাতিতে ষ্ট্যান্ড নির্মানের দাবিতে ইউএনও বরাবার স্মারক লিপি প্রদান করেন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।