বেলকুচিতে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন
উজ্জ্বৈল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলকুচি পৌর এলাকার চালা আদালত মাঠ চত্বরে বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ মেলার উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি এনসিপি প্রতিনিধি মুসা হাশেমী, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন আকাশ, আলম প্রামানিকসহ বিভিন্ন দলীয় ও অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ প্রমূখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।