জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে এম.এ জলিল সভাপতি, মুকুল রানা সম্পাদক নির্বাচিত
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল সভাপতি ও দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, কালেরকন্ঠের আব্দুল লতিফ লায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভি ও যায়যায়দিনের জুয়েল রানা, বাংলা টিভির তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের মো: মুত্তাছিম বিল্লাহ, দপ্তর সম্পাদক মাই টিভির শামীম আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক খন্দকার রাজু আহম্মেদ ফুয়াদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে পল্লী বাংলার ইউসুফ আলী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম,বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী,
দীপ্ত টিভি ও দেশ রূপান্তেরের তানভীর আহমেদ হীরা, দৈনিক জনতার এসকে সোহেল এবং ভোরের কাগজের এসএম হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২০২৭ সালের জন্য আগাম সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী এবং দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।