বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম


সংবাদের আলো ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বহুপাক্ষিক কূটনৈতিক সমাবেশে অংশ নেবেন।
সোমবার (০১ সেপটেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কোরিয়ান হেরাল্ড।
দক্ষিণ কোরিয়ার সূত্র জানায়, সোমবার দুপুরে পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করেন কিম। অলিভ-সবুজ রঙের ও হলুদ ডোরা কাটা ভারী সাঁজোয়া এ ট্রেনটি মঙ্গলবার চীন সীমান্ত অতিক্রম করে সাইনো–নর্থ কোরিয়া ফ্রেন্ডশিপ ব্রিজ পেরিয়ে দানডংয়ের পথে বেইজিং পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রও রয়েছে, তবে পশ্চিমা দেশের কোনো নেতা থাকছেন না। বুধবার তিনি শি ও পুতিনের সঙ্গে তিয়ানআনমেন স্কয়ারের রোস্ত্রামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।
নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় ২০ ঘণ্টার ট্রেনযাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনটির নাম ‘তেয়াং-হো’, কোরিয়ান ভাষায় যার অর্থ ‘সূর্য’এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, ট্রেনটি বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী বর্ম, রাডার ফাঁকি দেওয়ার বিশেষ জাল এবং এমনকি অনবোর্ড মর্টার দিয়ে সজ্জিত। এ কারণে এর গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটারে সীমাবদ্ধ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।