তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত


লালমনিরহাট প্রতিনিধি: উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফের বন্যা শঙ্কায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ।
রবিবার সকালে তিস্তার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ মিটার যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীপারের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, কয়েক দিন ধরে ভারতে বৃষ্টি হওয়ায় উজান থেকে বেশি পরিমান পানি আসছে। ফলে তিস্তা নদীতে পানিপ্রবাহ বেড়ে গেছে। ব্যারাজ এলাকায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর ভাটিতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা করছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে পানি আসায় তিস্তা নদীর পানি বাড়ছে। রবিবার সন্ধ্যায় তা আরো বাড়তে পারে। এতে তিস্তাতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।