সারা ফেলেছে রায়গঞ্জের তরুণ রাজনীতিবিদ বাদশা ফাহাদ আব্বাসীর ‘ধানের শীষ’ প্রতিকের ব্যতিক্রমী প্রচারণা
স্টাফ রিপোর্টার: নির্বাচনী হাওয়া বৈছে সারাদেশে। জনমনে একটাই প্রশ্ন নির্বাচন আসলে হবে কবে? এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে । ইতিমধ্যে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোটা এলাকা।
পাড়া মহল্লায় চলছে আগামী নির্বাচনে প্রার্থীদের নিয়ে নানা গুণকীর্তন। তবে সব ছাপিয়ে ধানের শীষ অন্তঃপ্রাণ ছাত্রদল নেতা বাদশা ফাহাদ আব্বাসীর ব্যতিক্রমী প্রচার দৃষ্টি কেড়েছে সবার। কী এমন ব্যতিক্রমী আয়োজন ফাহাদ আব্বাসীর ? উপজেলার চান্দাইকোনার ঢাকা-বগুড়া মহাসড়কের রোড ডিভাইডার থেকে শুরু করে পাড়া মহল্লার ইটের তৈরী বাড়ির বাহির অংশে একেছেন ধানের শীষে ভোট দিন স্লোগান।
ব্যতিক্রমী এই প্রচার-কৌশলের জন্য উপজেলার নির্বাচনী মাঠে সবার মধ্যমণি হয়ে উঠেছেন এই মানুষটি। তার এই কষ্ট ও পরিশ্রমের একমাত্র লক্ষ্য ধানীর শীষ যেন বিজয়ী হয়। ব্যতিক্রম এ প্রচারণার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সিনিয়ির যুগ্ন আহবায়ক বাদশা ফাহাদ আব্বাসী জানান, ছোটবেলা থেকে বিএনপি অন্তঃপ্রাণ মানুষটি পড়াশোনা শেষ করে শিক্ষানবিশ আইনজীবীর পাশাপাশি করছেন ব্যবসা।
জড়িত আছেন শিক্ষাজীবনের শুরু থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে। দৈনিক শ্যামল বাংলা প্রতিবেদককে তিনি বলেন, ‘আমার চাওয়া একটাই ধানের শীষের জয়। বাংলাদেশের আপামর জনতা বিএনপিকে ক্ষমতায় দেখতে অধীর আগ্রহে রয়েছেন। যে ব্যক্তিই মনোনয়ন পান না কেনো আমার কথা ধানের শীষ জিতলে আমাদের কষ্ট সার্থক হবে।’ ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তির প্রচার না করে দেশের জনগণ যেনো ভাল থাকে এ লক্ষ্যে ধানের শীষে ভোটের বিকল্প নাই ।
তাই আমি মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের প্রচারণা না করে ধানের শীষ প্রতিকের প্রচারণা করছি । আমি মনে করি যাদের হাতে দল ও দেশের মানুষ নিরাপদ তারাই আগামীতে ধানের শীষ প্রতিকে মনোনয়ন পাবেন। তাই সবার আগে গণমানুষের প্রতিকের প্রচার করা দরকার বলে আমি এই ব্যতিক্রম কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে আজ সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন।
গত স্বৈরাচার সরকারের আমলে আমাদের দলের নেতা-কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে আমাদের কর্মকান্ডে ধানের শীষের একটি ভোট যেন অন্য দিকে না যায় সেদিকে সবার প্রতি খেয়াল রাখার আহবান জানান তিনি।
সচেতন মহলেরা বলছেন, তরুণ এই রাজনীতিবীদ এর আগে উপজেলা জুরে ব্যতিক্রম ঈদ শুভেচ্ছা ব্যানার প্রচারের পর এবার ভিন্ন আঙ্গিকে ধানের শীষ প্রতিকের প্রচার করায় ইতিমধ্যে জনমনে এক ইতিবাচক সারাফেলেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।