সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সংবাদের আলো ডেস্ক: গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার উইকেট নিয়ে দল দুবাই ক্যাপিটালসকে জয় এনে দিয়েছেন। তার অলরাউন্ড নৈপুণ্যেই সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছে দুবাই।
টস হেরে প্রথমে ব্যাট করে শক্ত ভিত গড়ে তোলে দুবাই ক্যাপিটালস। নিরোশান ডিকওয়েলা ও সেদিকউল্লাহ অটল ভালো শুরু এনে দিলেও বেশি দূর যেতে দেননি অঙ্গুশ শ। ডিকওয়েলা ১৫ রানে ফিরে যান, গুলবাদিন নাইবও বেশি সময় টিকতে পারেননি। দ্রুত বিদায় নেন কাদিম অ্যালেইনও।
তবে একপ্রান্তে সাবলীল খেলতে থাকেন সেদিক উল্লাহ, যদিও হাফ সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়ে দেন ডিন ফক্সক্রফ্ট। সেদিক উল্লাহ করেন ২৫ বলে ৪১ রান।
এরপর মাঠে নামেন সাকিব। শুরুতেই চার মেরে রানের খাতা খুলে পরের ওভারে আরও একটি বাউন্ডারি হাঁকান ব্লেইর টিকনারকে। যদিও এক পর্যায়ে সুযোগ দিয়েছিলেন, কিন্তু ফিল্ডার ক্যাচ মিস করায় বেঁচে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে জেসে বোটানের সঙ্গে গড়েন কার্যকর জুটি।
বোটান ১১ বলে ২০ রান করে ফিরলেও সাকিব থেমে যাননি। পরে ডমিনিক ড্রাকেসকে সঙ্গে নিয়ে গড়েন আরও একটি জুটি। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব, শেষ পর্যন্ত ৭টি চার ও একটি ছক্কায় ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে দুবাই ক্যাপিটালস সংগ্রহ করে ১৬৫ রান। স্ট্যাগসের হয়ে অঙ্গুশ শ তিনটি ও টিকনার দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল স্ট্যাগস শুরুতেই চাপে পড়ে যায় সাকিবের ঘূর্ণিতে। প্রথম ওভারে দুই ব্যাটার—উইল ইয়ং ও ডিন ফক্সক্রফ্টকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন তিনি। সেই ওভারে এক রানও দেননি।
পরের ওভারে সাকিব ফেরান জশ ক্লার্কসনকে। এরপর নিজের শেষ ওভারে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করে নেন চতুর্থ উইকেটটি। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নেন ৪টি উইকেট।
সেন্ট্রাল স্ট্যাগসের ব্যাটিংয়ে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। নির্ধারিত ওভারে তাদের ইনিংস থামে ১৪৩ রানে, ৮ উইকেট হারিয়ে। সাকিব ছাড়াও বিন তানভির দুটি এবং ড্রাকেস ও ভার্মা একটি করে উইকেট নেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।