সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঝগড়ার চর দক্ষিণ বাজার – কোটি টাকার ক্ষয়ক্ষতি

মো’ শাকিল মিয়া (শেরপুর) শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর দক্ষিণ বাজারে গত রাত আনুমানিক ৩টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে পুড়ে গেছে অন্তত ৮টি দোকানঘর ও কয়েকটি বসতবাড়ি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারণে আগুন? প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, বাজারের একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

দীর্ঘ সময় চেষ্টা স্থানীয় লোকজন আগুন নেভাতে দ্রুত এগিয়ে আসেন। পরে খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। ক্ষতিগ্রস্তদের আর্তনাদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, অনেকের সর্বস্ব এই বাজারেই ছিল। আগুনে পুড়ে তাদের সবকিছু শেষ হয়ে গেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়