মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে পুকুরের পানিতে পরে মোঃ রেজাউল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (০৮ মে) সকালে ওই এলাকার আব্দুল খালেক এর পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, রেজাউল দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যায় রেজাউল। রাতে বাসায় না ফেরায় আশ-পাশে খুঁজতে বের হয় তার পরিবার। পরবর্তিতে আশ-পাশের লোকজন পুকুরে মানুষের মরদেহ ভেসে আছে দেখে কাছে গিয়ে নিশ্চিত হয় এটা রেজাউলের মরদেহ। রাতে বাড়ি যাওয়ার সময় মৃগী ওঠে পানিতে ডুবে তার মৃত্যু হয় এমন ধারনা করছেন এলাকাবাসী। পরবর্তিতে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল তৈরীর সহায়তায় মরদেহ দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে আসেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত রেজাউলের মৃগী রোগ আছে নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবির্ততে রেজাঊল এর পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়