মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুর শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে শনিবার (৭ জুন) বিকেলে ডোবায় পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) এবং শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়