শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইউপি চেয়ারম্যান তারাকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্নীতিবাজ, জুলুমবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি,রফিকুল ইসলাম তারাসহ সকল আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুক্রবার বিকেলে কুপতলা স্কুল বাজার চৌমাথায় অনুষ্ঠিত হয়।

কুপতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন -গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন,কুপতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুরুল হক নুরু,গাইবান্ধা সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমতিয়াজ আহম্মদ রনি, কুপতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মনির, কুপতলা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি শাহাদাৎ হোসেন, ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি রিপন মিয়া,৩ ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইমরান হোসেন,কুপতলা যুবদলের আহবায়ক রুহুল আমিন তমাল, ৫ নং ওয়ার্ড যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান রকি ও ছামছুল হক।

মানববন্ধনে সঞ্চালনা করেন কুপতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসনাইন আল আরাফাত। বক্তারা বলেন, কুপতলা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারা ও তার লোকজন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেনুকে মারপিটসহ জীবননাশের হুমকী দেন।

এ ছাড়াও কুপতলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনি সহঃ সভাপতি তাজুল ইসলাম, আওয়ামীলীগ সংস্কৃতি সম্পাদক মনজু ,রাজ্জাক ,শ্রমিকলীগ নেতা , জরতন, যুবলীগ নেতা আব্দুল খালেক, জাহাঙ্গীর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ, আবু হোসেন প্রতিদিন সন্ধ্যা হলে বাজারে আড্ডায় মেতে ওঠে মাদক সেবন করে ইউনিয়নবাসীকে অস্থিতিশীল করার পরিকল্পনা করায় তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়