শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

নুরুল ফেরদৌস: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষকের ধান কাটতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মিয়া (৫৪) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে

শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুলতান মিয়া ওই এলাকার ফজে মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায়  ধান কাটতে যান সুলতান মিয়া ধান কাটার সময় বাঁশের খুঁটিতে লেগে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়