রাজৈরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত


রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাজৈর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নিজ দোকান থেকে ডেকে রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি ,এস এম ফেরদাউস হোসাইন এর উপর এক দল সংঘবদ্ধ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়। অন্যথায় বড় ধরনের কর্মসূচীর আয়োজন করা হবে বলেও জানান। ভুক্তভোগী এস এম ফেরদাউস হোসাইন জানান, আমার দোকানে বসে পত্রিকা পড়তেছি এমন অবস্থায় এক ব্যক্তি আমাকে ডেকে বাহিরে উম্মেহানি হাসপাতাল এর সামনে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধরক মার পিট করে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তিনি আরও জানান,উম্মেহানী হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীরদের চিন্তিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার ধারনা এ হামলার পিছনে পুলিশ প্রশাসনের হাত থাকতে পারে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে অনিহা থাকলে আমার ধারনা শতভাগ সঠিক হবে। এব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।