বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাথে চুক্তি স্বাক্ষর

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালযয়ে( ইবি) একটি ইনডোর টাইপ ১০/১৪ এমভিএ ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে সমিতির জেনারেল ম্যানেজার ইসমাত কামাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী সহ বিশ্ববিদ্যালয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরে উপকেন্দ্র নির্মাণের জন্য প্রায় ৪০ শতাংশ জমি ব্যবহার করতে দেবে, যা বিনামূল্যে প্রদান করা হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া অংশে ইনডোর সাবস্টেশন নির্মাণ করবে। এছাড়া ও পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব অর্থায়নে বটতৈল গ্রীড উপকেন্দ্র হতে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ করবে। সাবস্টেশন পরিচালনার জন্য নির্ধারিত ভূমিতে প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া কোনো স্থায়ী বা অস্থায়ী নির্মাণ করা যাবে না।

এছাড়া বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত সকল ইকুইপমেন্ট, লাইন ও ব্যবস্থাপনার দায়িত্বও পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব অর্থে সম্পন্ন করবে এবং চুক্তি অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে প্রয়োজন অনুযায়ী ১১ কেভি, ০.৪ কেভি ও ০.২৪ কেভি লাইন নির্মাণ এবং প্রাইমারী মিটারিং ইউনিট স্থাপনের খরচ বহন করবে। পল্লী বিদ্যুৎ সমিতি অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। তবে উপকেন্দ্রের বিদ্যুৎ ক্ষমতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণের পর পার্শ্ববর্তী এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে সমিতি।

উপকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি বা তাদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত ও সংশোধিত রেট সিডিউল অনুযায়ী ব্যবহৃত বিদ্যুতের বিল পরিশোধ করবে। এই চুক্তির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়