বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পটুয়াখালী ভার্সিটিতে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: ২০ মে ২০২৫, মঙ্গলবার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব কর্মসূচি “Go Green: Planet vs Plastic”। এর মূল আকর্ষণ ছিল প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ। কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অনুকরণীয়।

এই চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎকে সবুজ ও নিরাপদ করবে। ”প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারের ফলে মাইক্রোপ্লাস্টিক পরিবেশছড়িয়ে পড়ছে যাহা মাছ পশুপাখি এবং মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করছে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ডিন প্রফেসর ড. মো. মহসিন হোসাইন খান এ সময় উপস্থিত ছিলেন। ফাউন্ডার আফিয়া তাহমিন জাহিন ও কো-ফাউন্ডার মো. ফারদিন হাসানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে গেমস ও জুস কর্ণারসহ নানা আয়োজন ছিল।

অংশগ্রহণকারীরা পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন। এসইই কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁরা আগ্রহী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়