মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজালালে উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনে আগুন, নিরাপদে অবতরণ

সংবাদের আলো ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ আছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল ৭টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করে TK713 ফ্লাইটটি। উড্ডয়নের ১৫ মিনিট পরই বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড়ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর, সকাল সোয়া ৮টায় নিরাপদে জরুরি অবতরণ করে। ২৯০ যাত্রীর সবাই নিরাপদে আছেন।

এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে। তাদের যাত্রার বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। ঐ ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়