টানা তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ত্রাণ ঢুকলো গাজায়


সংবাদের আলো ডেস্ক: টানা তিন মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর অবশেষে আবার ত্রাণ ঢুকলো গাজায়। সোমবার (১৯ মে) জরুরি সহায়তা নিয়ে ৯টি ট্রাক প্রবেশ করে অবরুদ্ধ উপত্যকাটিতে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। যদিও প্রয়োজনের তুলনায় এই ত্রাণ অতি সামান্য বলেও জানান তিনি। গাজাবাসীকে বাঁচাতে উপত্যকায় দৈনিক অন্তত ৫শ’ ত্রাণবাহী ট্রাক পাঠানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অপরদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ১০ লাখ মানুষের জন্য চার মাসের খাদ্যপণ্য সীমান্তে মজুত করেছে তারা। যদিও উপত্যকায় ঠিক কতটুকু ত্রাণ প্রবেশ করতে পারবে কিংবা কীভাবে তা বিতরণ করা হবে তা এখনও স্পষ্ট করেনি ইসরায়েল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।