মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

সংবাদের আলো ডেস্ক: নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—শিরোনামের একটি ভুয়া খবর। বিভ্রান্তিকর সেই তথ্যে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা গুঞ্জন।

গুজবের জবাবে সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। লাইভে এসে স্পষ্টভাবে বলেন, ‘আমি বেঁচে আছি।’ লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’

তিনি লাইভে বলেন, ‘আমি বডির শুট করছিলাম এরপর ফোন যখন হাতে নিলাম তখন, ফোন কলের থেকে এসএমএস বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনাকে কেউ বললো আপনার এক আত্মীয় মারা গেছে।’

পরীর কথায়, ‘সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কী বেঁচে আছেন না মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য।’

এর আগে দুপুরে পরীমণি তার ব্যক্তিগত আইডিতে আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দেন। লেখেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়