শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জে অসহায় মানুষদের ফ্রি চক্ষু সেবা দিলো এফসি গ্রুপ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে অভিজ্ঞ ডক্টর দিয়ে এফসি গ্রুপের উদ্যোগে অসহায় মানুষদের ফ্রী চক্ষু সেবা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে এফসি গ্রুপ বাংলাদেশ শাখার ব্যবস্থাপক আকিব ইসলামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। তার নিজ জন্মভূমির গরীব,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সুবিধার্থে এই চক্ষু ক্যাম্পের উদ্যোগ নেন তিনি। চক্ষ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শহিদুল ইসলাম (বাবু সরদার)।

আজ শনিবার(১০ই মে)সকাল ৯টা ৩০ মিনিটে নিজড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে প্রায় সাত’শ রোগীদের মাঝে সেবা দান ও ৪০ জন রোগীকে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করবে বলে জানান তারা। এছাড়াও তারা সেবা নিতে আসা রোগীদের নানা ধরনের পরিক্ষা শেষে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মন্জু উপস্থিত ছিলেন। মাওলানা আকরামুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ শাহিন ইকবাল পরিচালক,গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও পশিক্ষণ ইনস্টিটিউট।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিথি ডা. অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়, আহমেদ আলী মিনা ধলু, চেয়ারম্যান নিজড়া ইউনিয়ন, সরদার আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান নিজড়া ইউপি, লরেন্স বাড়ৈ উপদেষ্টা এফসি গ্রুপ। গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে রোগীদের সেবা দিতে গোপালগঞ্জ চক্ষ হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ৫জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সহ ১৪ জনের একটি দল বিকাল ৩টা পর্যন্ত এ সেবা প্রদান করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়