গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে কু -প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলে এ ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত ঐ শিক্ষা প্রতিষ্ঠানের বি এস সি ( গনিতের) শিক্ষক হাসান মুহাম্মদ সাইফুদ্দিন ওরফে কাজল নিজ স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে কু- প্রস্তাব দেন, আর সেই কু- প্রস্তাবের অডিও সহ পাঠিদের জানালে এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ফুঁসে উঠেন। এনিয়ে আজ মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন, এসময় বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষককে না পেয়ে ঐ অভিযুক্ত শিক্ষকের বড় ভাই এবং ঐ স্কুলের প্রধান শিক্ষক হাসান মুহাম্মদ নাসির উদ্দীন কে গনধোলাই দেন।
এসময় উপস্থিত পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। বিক্ষোভকারীদের দাবী অভিযুক্ত শিক্ষক হাসান মুহাম্মদ সাইফুদ্দিন এর আগেও বিভিন্ন সময় স্কুলের ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছে কিন্তু তার আপন বড় ভাই হাসান মুহাম্মদ নাসির উদ্দীন প্রধান শিক্ষক হওয়ায় অর্থের বিনিময়ে অথবা বিভিন্ন প্রভাব খাটিয়ে ঘটনা গুলো ধামাচাপা দিয়েছে। তারা আরো বলেন পূর্বের ঘটনা গুলোর সঠিক বিচার হলে আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিও জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।