নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে আরিফ হোসেন নামে চোর চক্রের এক সদস্য বিদুৎপৃষ্টে মারা গেছেন। সুবীর দাস, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ হোসেন (২৩) নামে চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১ মে ) ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে।নিহত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল।
বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে। আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে।
মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।