“সুপারি চু’রির অপবাদ” বাড়ি থেকে ধরে নিয়ে পেটালেন সনাতন ধর্মালম্বি নারায়নকে


হেলাল হোসেন কবির: লালমনিরহাটে সুপারি চুরির অপরাধে বাড়ি থেকে নারায়ন চন্দ্র (৪৫) নামে সনাতন ধর্মালম্বি এক গরীব অসহায়কে ধরে নিয়ে পিটি’য়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জাপা নেতা আলমগীর মন্ডল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জজ আদালতে দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারায়ন চন্দ্র।
আহত নারায়ন চন্দ্র সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোস্তফি পন্ডিতটারী এলাকার মৃত হরেন চন্দ্রের ছেলে। অভিযুক্ত আলমগীর মন্ডল একই এলাকার মৃত কান্দু মন্ডলের ছেলে এবং প্রভাবশালী একজন জাপা নেতা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।